সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাউরভাগ এলাকা থেকে একটি হ্যান্ডগ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ মাড়ড়চ) গ্রেণেডটি উদ্ধার করা হয়। গ্রেণেডটি মুক্তিযুদ্ধকালীন সময়ের হতে পারে বলে ধারণা করছে পুলিশ। এর আগে গত সোমবার (২২ মাড়ড়চ) একই উপজেলার নয়াগাঙেরপাড় এলাকার ডাউকি নদী থেকে একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছিল।
পুলিশ জানায়, বুধবার সকালে স্থানীয় বাউরবাগ হাওর গ্রামের একটি বসতবাড়িতে মাটি ভরাটের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। মাটি কাটার সময় হঠাৎ লোহার মতো শক্ত বস্তুতে কুদাল আটকে যায়। এসময় গ্রেনেডের মতো দেখতে পেয়ে তাৎক্ষণিক পুলিশকে জানানো হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত এ গ্রেনেড উদ্ধার করে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ জানান, হ্যান্ডগ্রেনেডটি উদ্ধার করে পুলিশের তত্ত্বাবধানে রাখা হয়েছে। এটি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হ্যান্ড গ্রেনেডটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত