সিলেট নগরী থেকে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রয়ের ১৬ হাজার ৪০ টাকা উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের এ তথ্য জানিয়েছেন।
আটককৃতরা হলেন- কোতোয়ালী থানার মোকামবাড়ী বাজার এলাকার গিয়াস উদ্দিনের ছেলে জুমন উদ্দিন (২৮) ও তার স্ত্রী রুপা বেগম (২৬)।
আশরাফ উল্যাহ জানান, গত বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে সিলেট নগরীর শেখঘাট মোল্লাপাড়া হিয়াবরণ আবাসিক এলাকার আক্তার মিয়ার বাড়ির সামনে থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল-হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর