ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহতের ২০ ঘণ্টা অতিবাহিত হতে না হতে সিলেট-তামাবিল সড়কে আবারও দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ঘাতক ট্রাক কেড়ে নিয়েছে আরও তিনজনের প্রাণ। এসময় আহত হয়েছেন আরও দুইজন।
রবিবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-তামাবিল সড়কের দরবস্ত রাস্তার প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে। ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ওয়ার্কশপে ঢুকে পড়লে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দরবস্ত রাস্তার প্রবেশমুখে একটি ওয়ার্কশপে গাড়ি মেরামতের কাজ চলছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই একটি ট্রাক ওয়ার্কশপের ভেতর ঢুকে পড়ে। এতে ট্রাক চাপায় ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন আরও দুইজন।
নিহতদের একজন ওয়ার্কশপের মালিক সুহেল আহমদ। আর বাকি দু’জনের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি বলে জানা গেছে।
এর আগে রবিবার সকাল সাড়ে ৬টায় সিলেট-তামাবিল সড়কে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন নিহত হন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন