সিলেট বিভাগে করোনা শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে একদিনে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৮৭ জন। মঙ্গলবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে এই আক্রান্ত শনাক্ত করা হয়। একই সময়ে সিলেট বিভাগে করোনায় প্রাণহানী হয়েছে আরও দুইজনের। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩১ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, নতুন সনাক্ত হওয়া ৩৮৭ জনের মধ্যে সর্বোচ্চ ১৯১ জন সিলেটের। আর বাকিদের মধ্যে মৌলভীবাজারের ৫৬ জন, সুনামগঞ্জের ৫৬ জন, হবিগঞ্জের ২৮ জন ও ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ৫৬ জন। আর এর মধ্য দিয়ে সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৩৫৪ জনে। এর মধ্যে সিলেটের ১৮ হাজার ৬৩ জন, সুনামগঞ্জের ৩ হাজার ১৩৩ জন, হবিগঞ্জের ২ হাজার ৯২০ জন ও মৌলভীবাজারের ৩ হাজার ২৩৮ জন।
গেল ২৪ ঘন্টায় মারা যাওয়া ২ জনসহ বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৯৩ জনে। এর মধ্যে সিলেট জেলার ৪০০ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জে ৩৪ জন, হবিগঞ্জে ২২ জন ও মৌলভীবাজারের ৩৭ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ১৩১ জন। এর মধ্যে সিলেট জেলার ১০১ জন। আর এখন পর্যন্ত করোনামুক্তের সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ২১৭ জনে। যার মধ্যে সিলেটের ১৬ হাজার ৫০২ জন, সুনামগঞ্জের ২ হাজার ৮৪৮ জন, হবিগঞ্জের ২ হাজার ১১৭ জন ও মৌলভীবাজারের ২ হাজার ৭৫০ জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার