সিলেটের বিশ্বনাথে চার দিন ধরে নিখোঁজ রয়েছেন জয়দ্বীপ সরকার (৩৮) নামের এক ব্যবসায়ী। গত শনিবার (২২ জানুয়ারি) দুপুর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
জয়দ্বীপ উপজেলার দেওকলস ইউনিয়নের মিরপুর (সরদারপাড়া) গ্রামের মৃত পুতুল সরকারের ছেলে। দীর্ঘদিন ধরে উপজেলা সদরে ‘বিজয় কম্পিউটার’র নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছিলেন তিনি। এ ঘটনায় তার ভাই আপন সরকার বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)করেছেন।
জিডিতে বলা হয়, শনিবার দুপুরে ব্যবসায়িক কাজে সিলেট শহরে যান জয়দ্বীপ। ওইদিন রাতে ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বাড়িতেও ফিরেননি তিনি। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে একে একে চার দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি আর।
জয়দ্বীপের ভাইপো তাপস সরকার এ প্রতিবেদকে জানান, কারো সাথে কোনো শত্রুতাও নেই তার চাচ্চুর। কী কারণে, কী হয়েছে? তা আমরা বুঝে উঠতে পারছিনা। আমরা তাকে ফেরত চাই।
এ বিষয়ে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, জয়দ্বীপকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/হিমেল