১৬ মে, ২০২২ ২২:৩১

ঝড়ের কবলে বিলে নৌকাডুবি, নিখোঁজ ২

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

ঝড়ের কবলে বিলে নৌকাডুবি, নিখোঁজ ২

সিলেট সদর উপজেলায় খারইল বিল নামকস্থানে পানির প্রবল স্রোত আর ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নৌকার অন্য যাত্রীরা সাঁতরে তীরে ওঠতে পারলেও দু'জন নিখোঁজ রয়েছেন। সোমবার সকাল থেকে ডুবুরি দল খারইল বিলের একাধিক স্থানে নিখোঁজদের সন্ধানে অভিযান পরিচালনা শুরু করেন। কিন্তু বিকেল ৫টা পর্যন্ত তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।

এর আগে গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে খারইল বিলের মধ্যবর্তীস্থানে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকার যাত্রীদের মধ্যে ৬ জন সাঁতার কেটে তীরে উঠলেও দুই জন নিখোঁজ হন। 

নিখোঁজরা হলেন- পুটামারা গ্রামের মৃত রিফাত আলীর ছেলে আছকন্দর আলী ও রায়েরগাঁও গ্রামের ইসকন্দর আলীর ছেলে রজাখ আলী।

অভিযানকারী ডুবুরি দলের টিম প্রধান শহীদুল ইসলাম জানান, সোমবার সকাল ৭টা থেকে ডুবুরি দলের ৩ সদস্য উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। কিন্তু বিকেল পর্যন্ত নিখোঁজদের কোন সন্ধান মেলেনি। তিনি জানান, রবিবার রাতে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন কয়েকজন যাত্রী। তারা রায়েরগাঁও যাওয়ার কথা ছিল। কিন্তু ঝড়ের কবলে পড়ে স্থানীয় খাড়ইল বিলে নৌকাটি ডুবে গেলে তারা নিখোঁজ হন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর