বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে সিলেটের এক ছাত্রনেতা প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান খান রুবেল সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও রাজনপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে। দুর্ঘটনায় রুবেলের সাথে থাকা আরও তিনজন আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু সংবাদমাধ্যমকে জানান, একটি বাস ও একটি প্রাইভেট মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় রুবেল মারা যান।
বিডি প্রতিদিন/এএম