করোনায় মৃত লাশ দাফন করে আলোচনায় আসা কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও 'হ্যালো ছাত্রলীগ'র প্রতিষ্ঠাতা আবু কাউছার অনিক এবার সিলেটের বন্যার্তদের খিচুড়ি রান্না করে খাওয়ালেন।
বুধবার (২২ জুন) সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি, মোকামবাড়ি, উচ্চগ্রাম ও কোপার বাজার আশ্রয় কেন্দ্রসহ পানিবন্দি গ্রামগুলোর এক হাজার পরিবারের কাছে খিচুড়ি পৌঁছে দেন অনিক ও তার সহপাঠিরা।
এসময় খাবারের পাশাপাশি তাদের মাঝে মোমবাতি, দিয়াশলাই, স্যালাইন, ঔষধ সামগ্রীসহ শুকনো খাবার তুলে দেওয়া হয়। মুরগি ও সবজির সমন্বয়ে বড় আকাড়ের ১৪টি ডেকচিতে রান্না করা হয় খিচুড়ি। এরপর নৌকায় করে সেইসব ডেকচি নিয়ে যাওয়া হয় বানভাসিদের আশ্রয় কেন্দ্র ও পানি বৃদ্ধির ফলে বিচ্ছিন্ন গ্রামগুলোতে।
গোয়াইনঘাট উপজেলার উচ্চগ্রামের বাসিন্দা রফিক মিয়া বলেন, বন্যার কারণে শুকনো খাবার খেয়ে দিন পার করছিলাম। ঘরে রান্নার কোনো ব্যবস্থা ছিল না। খিচুড়ি খেয়ে কি যে তৃপ্তি লাগছে বলে বোঝাতে পারবো না।
'হ্যালো ছাত্রলীগ'র প্রতিষ্ঠাতা আবু কাউছার অনিক জানান, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশক্রমে আমরা বন্যায় কষ্টে থাকা মানুষ গুলোর পাশে দাঁড়াতে চেষ্টা করেছি। কুমিল্লা উত্তর জেলা ও দেবিদ্বার উপজেলা যুবলীগের পক্ষ থেকে মানুষের মুখে অল্প খাবার তুলে দিতে পেরে শান্তি লাগছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ