সিলেটের জকিগঞ্জে প্রায় ৪০ লাখ টাকার ইয়াবার চালান জব্দ করেছে পুলিশ। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশাসহ দুই যুবকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে পৌর এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে অভিযান চালিয়ে ইয়াবার এ চালানসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার খলাছড়া ইউনিয়নের কাপনা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে রেহান উদ্দিন (৩৩) ও একই ইউনিয়নের দক্ষিণ ভূঁইয়ারমোড়া গ্রামের আব্দুস সালামের ছেলে সিএনজি অটোরিকশা চালক বাবুল আহমদ (২৯)।
পুলিশ জানায়- বৃহস্পতিবার গভীর রাত থেকে জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন ও পরিদর্শক (তদন্ত) উজায়ের আল মাহমুদ আদনানের নেতৃত্বে পৌর এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি শুরু হয়। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে একটি অটোরিকশা তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবার চালান জব্দ করা হয়। আটক করা হয় দুইজনকে।
জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, আটককৃত দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম