২৯ নভেম্বর, ২০২২ ১৯:১৯

সুরমায় মিললো যুবকের লাশ, এনআইডি দেখে পরিচয় শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সুরমায় মিললো যুবকের লাশ, এনআইডি দেখে পরিচয় শনাক্ত

ফাইল ছবি

সিলেটে সুরমা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন জরুরি সেবা নাম্বার ‘৯৯৯’-এ ফোন দেয়। পরে কোতোয়ালী থানা পুলিশ নগরীর শেখঘাট এলাকা থেকে সোমবার বিকেলে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। 

পরিবারের সদস্যরা লাশ নিতে অপরাগতা প্রকাশ করলে মঙ্গলবার পুলিশ হেফাজতে তাকে নগরীর হযরত মানিকপীর (রহ.) কবরস্থানে দাফন করা হয়। 

পুলিশ জানিয়েছে, ওই যুবকের লাশ অর্ধগলিত ছিল। তার পকেটে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়া গেছে। পরিচয়পত্র অনুযায়ী ওই যুবকের নাম ফয়সল আহমদ। তিনি ঢাকার কেরানীগঞ্জ থানার কুশিয়ারবাগ এলাকার আবদুল মুতলিব ও আঁখি বেগমের ছেলে। ফয়সল সিলেটে বসবাস করতেন। 

কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক জানান, লাশটি অর্ধগলিত ছিল। তবে আঘাতের কোন চিহ্ন ছিল না। পকেটে থাকা এনআইডির সূত্র ধরে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছিল কিন্তু মরদেহ নিতে কেউ রাজি হয়নি। তাই পুলিশ হেফাজতে তাকে দাফন করা হয়েছে। 

বিডি-প্রতিদিন/বাজিত 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর