২৭ মে, ২০২৪ ১১:৫৬

কুলাউড়ায় ঝড়ে গাছ পড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

কুলাউড়ায় ঝড়ে গাছ পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় ঝড়ে ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়ে পড়ে সাজনা আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রবিবার রাতে উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের পূর্বভাগ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ সাজনা ৩ সন্তানের জননী। তিনি ওই গ্রামের ওমান প্রবাসী মাহবুবুর রহমান মাহবুবের স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রবাসী মাহবুবের ভাগনা রুহুল আমিন জানান, শনিবার সন্ধ্যার পর হঠাৎ ঝড়-তুফান শুরু হলে বাড়ির উঠানে থাকা কাপড় তুলতে যান তার মামী সাজনা আক্তার। এসময় আকস্মিকভাবে ঝড়ে ভেঙে পড়া একটি গাছের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

রুহুল আমিন আরও বলেন, খবর পেয়ে তার মামা রবিবার দেশে ফিরে বিকালে নিহতের দাফনকাজ সম্পন্ন করেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর