সিলেটে সুরমা নদীতে গোসল করতে নেমে পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র খুঁজে পেয়েছেন এক ব্যক্তি। পরে অস্ত্রটি পুলিশে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকেলে দক্ষিণ সুরমার দরিয়া শাহ মাজার সংলগ্ন সুরমা নদীতে গোসল করতে নামেন স্থানীয় এক ব্যক্তি।
এসময় তার পায়ে শক্ত কিছু একটা ঠেকলে তিনি তা তুলে শর্টগান দেখে স্থানীয় লোকজনকে খবর দেন। পরে এলাকার যুব সমাজের সহযোগিতায় অস্ত্রটি দক্ষিণ সুরমা থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দক্ষিণ সুরমা থানার ওসি মো. আবুল হোসেন জানান, মঙ্গলবার বিকেলের দিকে এক ব্যক্তি দরিয়া শাহ মাজার এলাকায় সুরমা নদীতে গোসল করতে নামলে অস্ত্রটি পায়ে ঠেকে। পরে সেটি উদ্ধার করে পুলিশের হস্তান্তর করেন এলাকার লোকজন। ওসি বলেন- ‘অস্ত্রটি একটি শটর্গান। আমরা রেকর্ড চেক করে জানতে পারি, এটি জেলা ডিবি পুলিশের। পরে সেটি আমরা তাদের কাছে হস্তান্তর করেছি।’