সিলেটে ব্রিজের নিচ থেকে এক চা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আমীর আলী (৬৫)।
শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে বিমানবন্দর বাইপাস সড়কের একটি ব্রিজের নিচ থেকে ওই চা শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
তিনি সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের পীরেরগাঁও গ্রামের বাসিন্দা ও মালনীছড়া চা বাগানের শ্রমিক।
জানা গেছে, রাতে বিমানবন্দর বাইপাস সড়কের একটি ব্রিজের নিচে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুল ইসলাম জানান, লাশের বাম কানের পাশে আঘাতের চিহ্ন আছে। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন আমীর আলী উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। তিনি প্রায়ই হঠাৎ পড়ে যেতেন। পরিবারের ধারণা উচ্চ রক্তচাপজনিত কারণে তিনি মাথা ঘুরে ব্রিজের নিচে পড়ে মারা গেছেন। যে কারণে তারা ময়নাতদন্তে রাজি হয়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আমীর আলীর লাশ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/একেএ