চট্টগ্রামের ফটিকছড়িতে ছুরিকাঘাতে মা মনি দে (২৬) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে।
নিহত মা মনি দে ওই এলাকার রুপম দে’র স্ত্রী। গ্রেফতার হওয়া দুইজন হলো-সানি দে ও জয় দে। তাদের বাড়িও ওই এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
রবিবার ভোররাতে ভুজপুর থানাধীন হারুয়ালছড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আবদুল্লাহ জানান, ‘হারুয়ালছড়ি এলাকায় ছুরিকাঘাতে মা মনি দে নামে এক গৃহবধূ খুন হয়েছেন। হত্যাকাণ্ডের পর পর পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে। জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন