চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীতে মাদকসেবীর দা-এর কোপে সন্ধ্যা রাণী হত্যার বিচার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় প্রায় এক ঘন্টা অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেকে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে নিজ গন্তব্যে যেতে হয়েছে।
সোমবার সকাল ১১ টার দিকে নগরীর উত্তর কাট্টলি সিটি গেট এলাকায় এ মানববন্ধন ও অবরোধ কর্মসূচীতে বক্তব্য রাখে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন ও সিটি করপোরেশনের প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমেদ মঞ্জু।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, সন্ধ্যা রাণী হত্যার বিচার ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী মানবন্ধন করেছেন। তাদের আশ্বস্ত করেছি মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের করে আইনের আওতায় আনা হবে। এর আগে গত ৯ মে সন্ধ্যায় মাদকাসক্ত সত্যজিৎ ঘোষ পপির ধারালো দা’র কোপে নিহত হন উত্তর কাট্টলী কালীবাড়ি এলাকার সন্ধ্যা রানী (৬০)।
বিডি প্রতিদিন/এ মজুমদার