১৪ মে, ২০১৯ ১৭:৪৫

চট্টগ্রামে এক ঘরেই ২৮ ব্রান্ডের পণ্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে এক ঘরেই ২৮ ব্রান্ডের পণ্য

কক্ষ একটি। আর এ কক্ষে তৈরি হচ্ছে ২৮টি নামকরা ব্রান্ডের নিত্য নানা পণ্য। এ সব পণ্যে চাকচিক্য মোড়কে বাজারজাত হয়। ‘সুস্বাদু’ খাবার হিসাবে ক্রয় করছেন ক্রেতারা। 

এমন ভয়াবহ ভেজালের সন্ধান মিলেছে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটির হাট এলাকার বালুর টাল এলাকায় পরিচালিত অভিযানে অবৈধভাবে ঘি তৈরির কারখানার সন্ধান মিলে।  মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন।   

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন বলেন, ‘থ্রি স্টার ব্রান্ডের চা, ওয়ান স্টার প্যাকেট, মির্জাপুর বেস্ট টি, সেভেন বেস্ট টি, সেভরণ স্পেশাল গার্ডেন টি, ব্লুসাম প্রিমিয়াম টি, রাধুনি হালিম মিক্স, রান্না সরিষার তৈল, জয়া রাধুনি সরিষার তৈল, জয়া সরিষার তৈল, রাজেশ ঘোষ সুপার বাঘা বাড়ি ঘি, বাঘা বাড়ি স্পেশাল, রাজবাড়ি ঘি, স্পেশাল গোল্ডেন গাওয়া ঘি, সুপার কিং ড্রিংকস, সেভেল স্টার দাতের মাজন, জেম ভেজিটেবল অয়েল, ঝাল মুড়ি, মোল্লার বোম্বাই সুইটসসহ ২৮টি ব্র্র্যান্ডের পণ্য জব্দ করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।’

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর