বিদেশে পাচারের জন্য কক্সবাজার থেকে আনা ৪ রোহিঙ্গাসহ ১ পাচারকারীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।
জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজ ভূঁইয়া গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমারের নাগরিক এনামুল্লাহ (১৬), সুরিয়া বেগম (৩৫), সাহিদা আক্তার(১৭) ও উম্মে রুমাসহ পাচারকারী সাতকানিয়ার চুড়ামণি পশ্চিম পাড়ার সামছুল আলমের ছেলে জেয়াবুল হোসেনকে (২২) আটক করে।
মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হচ্ছে মিয়ানমারের নাগরিকরা একই পরিবারের। হয়তো তাদের আত্মীয়স্বজন মধ্যপ্রাচ্যেও আছে। কিন্তু তাদের পাসপোর্ট ঢাকা থেকে কীভাবে করা হবে সেটি বুঝে আসছে না। হতে পারে এর সঙ্গে সংঘবদ্ধ চক্র জড়িত আছে। আদালতের নির্দেশনা পেলে রোহিঙ্গাদের কক্সবাজার ক্যাম্পে ফেরত পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন