চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে প্রায় সাড়ে ১১ কেজি ওজনের ৯৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। ব্যাংকক ছেড়ে আসা লিজেন্ড এয়ার ওয়েজের আরএক্স ৭৮৭ ফ্লাইটের ওই যাত্রীর নাম মো. শাহজাহান। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায় বলে জানায় বিমান বন্দরের কাস্টমস কর্তৃপক্ষ। রবিবার বিকেল ৫টার দিকে ওই যাত্রীকে আটক করা হয়।
চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারি পরিচালক আমিনুল ইসলাম জানান, আনুমানিক ৪ কোটি টাকা মূল্যের ৯৬টি স্বর্ণের বার নিয়ে শাহজাহান নামের ওই যাত্রী শাহ আমানত বিমান বন্দরের আসার খবর গোপন সংবাদের ভিত্তিতে পেয়ে আমরা তার লাগেজ তল্লাশি করি। বিকাল ৫টার দিকে তার ব্যাগ থেকে স্বর্ণের বারগুলো জব্দ করে তাকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার