১৮ জুলাই, ২০১৯ ১৯:৪২

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে পাঁচ ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে পাঁচ ফার্মেসিকে জরিমানা

চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন ১ নম্বর ও ঝাউতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ওষুধ বিক্রি এবং লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অপরাধে পাঁচটি ফার্মেসিকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। অভিযানে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদফতরের তত্ত্বাবধায়ক কামরুল হাসান। 

এ সময় জীবন ড্রাগ হাউস থেকে ২০১৮ সালের জানুয়ারিতে মেয়াদোত্তীর্ণসহ জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ওষুধ ধ্বংস করা হয়। তবে খুলশী ১ নম্বরে অভিযানের খবর পেয়ে অপরাপর ফার্মেসির মালিকরা দোকান বন্ধ করে পালিয়ে যায়।

ওষুধ প্রশাসন অধিদফতরের তত্ত্বাবধায়ক কামরুল হাসান বলেন, ‘অভিযানে মেয়াদোত্তীর্ণ, অনিবন্ধিত ওষুধ বিক্রি ও লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অপরাধে ফার্মেসি কেয়ারকে ১০ হাজার টাকা, জীবন ড্রাগ হাউসকে ১০ হাজার, মনজু মেডিকেল হলকে ১০ হাজার, নাসির ফার্মেসিকে ৫ হাজার ও  জনতা মেডিকেল হলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।’

বিডি প্রতিদিন/মজুমদার

সর্বশেষ খবর