জাতীয় শোক দিবসে চট্টগ্রামে 'নাগরিক শোকযাত্রা' হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের নেতৃত্বে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম নাগরিক উদ্যোগের উদ্যোগে নন্দনকাননের ডিসি হিল লাগোয়া এনায়েত বাজার মহিলা কলেজের সামনে থেকে এই শোকযাত্রায় অংশগ্রহণ করবেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ।
এতে মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশে বিশ্বাসী মানুষকে যোগ দেয়ার অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক, পেশাজীবী নাগরিক সংগঠক ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন