১১ সেপ্টেম্বর, ২০১৯ ২২:৩২

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয় থেকে পাঁচ দালাল আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয় থেকে পাঁচ দালাল আটক

চট্টগ্রাম নগরের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিভাগীয় অফিসে অভিযান চালিয়ে পাঁচ দালালকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যায় আটক পাঁচ দালালকে কারাদণ্ড দেন বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- হাটহাজারী থানার খন্দাকিয়া গ্রামের ইউনুচ নগর এলাকার মো. সরোয়ারের ছেলে মো. ইমরান। একই এলাকার মৃত মো. ইসহাকের ছেলে মো. আরমান, হাটহাজারী থানার দক্ষিণ পাহাড়তলী ফতেয়াবাদ এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে জাহেদুল ইসলাম রনি, একই এলাকার মো. জানে আলমের ছেলে মো. বেলাল হোসেন এবং হাটহাজারী থানার শিকারপুর ইউনুচ নগর এলাকার মৃত বাবুল বিশ্বাসের ছেলে সাজু বিশ্বাস। এ সময় র‌্যাব ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।  

বিএআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক বলেন, ‘বিআরটিএতে দালালের তৎপরতা বেড়েছে বলে বেশ কয়েকজন সেবা গ্রহিতাদের অভিযোগ ছিল। তারই প্রেক্ষিতে বুধবার সকালে কার্যালয়ে অভিযান চালিয়ে হাতেনাতে পাঁচ দালালকে আটক করা হয়। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। সেবা নিতে আসা মানুষদের কোন প্রকার হয়রানি সহ্য করা হবে না। এ অভিযান আগামীতে অব্যাহত থাকবে।’    

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর