যানজটমুক্ত হয়ে চট্টগ্রাম নগর থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরমুখী বিমানের যাত্রীদের যথা সময়ে পৌঁছে দিতে চালু হয়েছে ওয়াটার বাস সার্ভিস। সোমবার সকাল ৭টায় সদরঘাটের ওয়াটার বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে ২৫ নটিক্যাল মাইল গতিতে বিমানবন্দর যায় প্রথম ওয়াটার বাসটি। জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা।
জানা যায়, প্রতিদিন সকাল ৮টা, দুপুর ১২টা ২৫ মিনিট, বিকেল ৩টা ও সন্ধ্যা ৭টায় ওয়াটার বাস ছেড়ে যাবে। এর বিপরীতে পতেঙ্গা থেকে সকাল সাড়ে আটটা, সাড়ে ১১টা, বিকেল ২টা ২৫ মিনিট, সাড়ে ৪টা ও রাত সোয়া ৯টায় ছাড়বে ওয়াটার বাস।
ওয়াটার বাস পরিচালনায় নিয়োজিত এসএস ট্রেডিংয়ের অপারেশনাল ম্যানেজার রেজাউল করিম বলেন, ‘বিমানের যাত্রীদের ৩০ মিনিটের মধ্যে শাহ্ আমানত অন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিতে ওয়াটার বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রতিটি এসি ওয়াটার বাসে ২৫টি আসন রয়েছে। বাসের ভাড়ার মধ্যেই ওয়াইফাই সুবিধা ও পতেঙ্গা টার্মিনাল থেকে বিমানবন্দর পর্যন্ত শাটল বাসের সেবা দেওয়া হচ্ছে।’
বিডি প্রতিদিন/হিমেল