৬ জানুয়ারি, ২০২০ ১৬:১৩

চট্টগ্রামে জাহাজে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে জাহাজে আগুন

প্রতীকী ছবি

কর্ণফুলী নদীর দক্ষিণপাড় এলাকায় একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের উপ পরিচালক শামীম চৌধুরী। তিনি বলেন, জাহাজটি টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে চলাচল করে। ওয়েল্ডিং করার সময় জাহাজে আগুন লেগে যায়। এতে কেবিনসহ বেশকিছু মালামাল পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নির্ধারণ করা যায়নি।

সদরঘাট থানার বাংলাবাজার এলাকায় অবস্থানরত নৌযানের একজন শ্রমিক বলেন, নদীর ওপারে ইছানগর বিএফডিসি মাল্টিচ্যানেল স্লিপওয়ে ডকইয়ার্ডে একটি জাহাজে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। জাহাজটি  মেরামতের জন্য ডকইয়ার্ডে তোলা হয়েছিল।

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ-সাইদুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর