চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে এক যাত্রীর পেট থেকে প্রায় এক কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। ওই যাত্রীর নাম মোহাম্মদ মোরশেদ। সোমবার রাতে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট যোগে তিনি আরব আমিরাতের শারজাহ থেকে চট্টগ্রাম আসেন।
শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের কাস্টমসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোরশেদকে গ্রেফতার করা হয়। পরে বিশেষ কৌশলে তার পেটে থাকা ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম