চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজ রবিবার সকালে নগরীর বিপ্লব উদ্যানে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির নেতাকর্মীরা। এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, মোহাম্মদ আলী, হারুন জামান, সামশুল আলম, ইকবাল চৌধুরী, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল ও মোশাররফ হোসেন দীপ্তি প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক