চট্টগ্রাম সিটি নির্বাচনে (চসিক) আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে সঙ্গে নিয়েই মাঠে নেমেছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। চট্টলবীর মহিউদ্দিন চৌধুরীর বাসায় যান এবং নাছিরসহ নেতা-কর্মীদের নিয়ে তাঁর (মহিউদ্দিন) কবর জেয়ারত করেন মেয়র প্রার্থী রেজাউল। নেত্রীর দেয়া মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ইতিমধ্যে সকল ভেদাভেদ ভুলে মাঠে নেমেছেন চট্টগ্রামের শীর্ষ নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, চসিক নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের আওয়ামী লীগ-বিএনপির রাজনীতির মাঠ ধীরে ধীরে বিস্তৃতি ঘটছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরাও মেয়র প্রার্থীর পাশাপাশি পুরুষ ও সংরক্ষিত মহিলা আসনগুলোতে দলীয় প্রার্থীও পেয়েছেন। দলের সভানেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীদের নির্বাচিত করতে নগরীর প্রতিটি ওয়ার্ডেই শুরু হয়েছে উঠান বৈঠক, পাড়া-মহল্লায় দফায় দফায় নেতা-কর্মীদের আলোচনা এবং প্রাক-প্রস্তুতি।
বৃহস্পতিবার দুপুরে দলের মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীকে নিয়েই চট্টলবীর প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় গেলেন বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন। একই দিন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনসহ নগর আওয়ামী লীগের নেতারা প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর কবরে গিয়ে শ্রদ্ধা জানালেন রেজাউল করিম। রেজাউলের সঙ্গে চশমাহিলে আ জ ম নাছির উদ্দীনের হাস্যোজ্জ্বল অবস্থায় কথা বলেন। মহিউদ্দিনের স্ত্রী নগর মহিলা লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনের সঙ্গে কুশল বিনিময় করেন। এর আগে জহুর আহমদ চৌধুরীর কবর জিয়ারতের পর তার সন্তান নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসায় গিয়ে কুশল বিনিময় করেন। এসময় জহুর আহমদ চৌধুরী, এম এ মান্নান এবং এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারতের সময় মেয়র নাছিরও তার সঙ্গে ছিলেন। তাছাড়া দলের নেতাদের মনোনয়ন পেয়ে নেতা-কর্মীরা যেমনি উল্লাস করছেন ঠিক তেমনি মনোনয়ন বঞ্চিতরাও হতাশার মধ্যে দিন পার করছেন নানা কৌশলে।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মেয়র নাছিরসহ দলের নেতা-কর্মীরা মহিউদ্দিন চৌধুরীর বাসায় গিয়েছি। এসময় ভাবীর (বেগম হাসিনা মহিউদ্দিন) সাথে কুশল বিনিময় হয়। চট্টগ্রামের আরো প্রয়াত নেতাদের কবরও জেয়ারত করেছি। তবে সকল নেতারা এক হয়ে কাজ করছেন বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার