চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। মঙ্গলবার সকালে বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে গণসংযোগকালে এসব কথা বলেন।
মঙ্গলবার সকাল থেকে বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বিরামহীন প্রচারণা শুরু করেন। পুরোদিনে তিনি তিন ওয়ার্ডে গণসংযোগ করেন। প্রচারণার শুরুতে বিএনপি’র সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ও হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের কবর জেয়ারতের মাধ্যমে গণসংযোগের আনুষ্টানিকতা শুরু করেন। এরপর ১ নম্বর দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ডের লালিয়ার হাট, আমান বাজার, খোসাল শাহ সড়ক, বড়দিঘীর পাড়, ভাটিয়ারি রোড, ৩ নং বাজার, ফতেয়াবাদ, চৌধুরীহাট, চড়ারকূল, স্টেশন রোড, স›দ্বীপ কলোনী, ২ নং জালালাবদ ওয়ার্ডের বালুছড়া বাজার, ইব্রাহীম কটন মিল, নতুন পাড়া, তুফানী রোড, খন্দকিয়া হাট, জমাদার পাড়া, কূলগাঁও, ৩ নং পাঁচলাইশ ওয়ার্ডের অক্সিজেন মোড়, রউফাবাদ, মুরাদ নগর, কামরাবাদ, ছামাদপুর, হাজীপাড়া, খন্দকার পাড়া, চালিতাতলি সড়কে গনসংযোগ করেন। এসময় তার সাথে ছিলেন সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, কেন্দ্রীয় বিএনপি’র নেতা ব্যারিস্টার মীর হেলাল, সাথী উদয় কুসুম বড়ুয়া, দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আবু সুফিয়ান, উত্তর জেলা বিএনপি’ নেতা চাকসু ভিপি নাজিম উদ্দিন, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
গণসংযোগকালে আবদুল্লাহ আল নোমান বলেন, চসিক নির্বাচনে জয় লাভের জন্য আমরা অংশ নিয়েছি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ডা. শাহাদাত হোসেন বিপুল ভোটে জয়ী হবে। বুলেটের চেয়ে ব্যালট শক্তিশালী। ২৯ মার্চ চট্টগ্রামবাসী ব্যালটের মাধ্যমে জবাব দিবে। ডা. শাহাদাতের পক্ষে গণ জোয়ার সৃষ্টি হবে।
বিএনপি মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন বলেন, আপনাদের ভোটাধিকার রক্ষার জন্য ভোট কেন্দ্রে যাবেন। ধানের শিষে ভোট দিবেন। জনগণের দল বিএনপি। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন দেশে উন্নতি হয়েছে। সেজন্য জনগণ আমাদেরকে চায়। কিন্তু দিনের ভোট রাতে নিয়ে ফেলার কারণে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। এবার আপনারা ভয়কে জয় করে ভোট কেন্দ্রে গিয়ে আমাকে ধানের শীষে ভোট দিয়ে দেশ নেত্রীকে মুক্ত করতে সহায়তা করবেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার/সেলিম