১ জুন, ২০২০ ১৭:৩৪

করোনা উপসর্গ নিয়ে হাসপাতাল কর্মচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

করোনা উপসর্গ নিয়ে হাসপাতাল কর্মচারীর মৃত্যু

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ৬০ বছর বয়সী কর্মচারী হাসিনা বেগম করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন। সোমবার সকালে হাসপাতালের  আইসিইউ ওয়ার্ডে তিনি মারা যান। ওই নারী জেনারেল হাসপাতালের ফ্লু কর্নারে আউটসোর্সিং ভিত্তিতে ক্লিনার হিসেবে চাকরি করতেন। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি হাসপাতালে কর্মরত ছিলেন।   

জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বলেন, ‘হাসিনা বেগম আগে থেকে এজমায় ভুগছিলেন। গত রবিবার করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়। সোমবার সকাল ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জেনারেল হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে মৃত্যুবরণ করেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক ওই হাসপাতালের এক কর্মচারি বলেন, অসুস্থ হওয়ার আগ পর্যন্ত আউটসোর্সিং কর্মচারী হাসিনা হাসপাতালের পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করেছিলেন। করোনা ইউনিটের গেটের বাইরে থেকে তিনি রোগীদের কিছু  প্রয়োজন হলে সংগ্রহ করে দিতেন। তবে দুঃখজনক কথা হলো গত ৫ মাস ধরে তিনি বেতনভাতা পাচ্ছেন না। তার মতো আরও ৩৫ জন বর্তমানে পালাক্রমে করোনা ওয়ার্ডে সরাসরি কাজ করছেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর