চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মনির হোসেন ওরফে কেহেরমান’সহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে খুলশী থানাধীন পলিটেকনিক মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে সাড়ে তিনশ পিস ইয়াবা জব্দ করা হয়।
খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কেহেরমান ও তার সহযোগী মো. মামুনকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতার হওয়া কেহেরমানের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৬টি এবং মামুনের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার