২৮ জুলাই, ২০২০ ২১:৩২

ফ্লাইওভারে অভিনব কায়দায় ছিনতাই, ৬ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফ্লাইওভারে অভিনব কায়দায় ছিনতাই, ৬ সদস্য আটক

চট্টগ্রাম মহানগরীর ফ্লাইওভারে সুতা বেঁধে ছিনতাই করে এমন এক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। এসময় ছিনতাইয়ে ব্যবহৃত চারটি ছোরা উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে আকবরশাহ থানা এলাকায় এই অভিযান চালানো হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- মো. জাকির হোসেন (৩২), মো. সুমন (১৯), মো. দেয়োল হোসেন (১৯) ও মো. হাসান (১৯)। এ ছাড়া অন্য দুজন শিশু হওয়ার কারণে র‌্যাব তাদের পরিচয় প্রকাশ করেনি।

এই বিষয়ে র‌্যাব-৭-এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, ফ্লাইওভারে সুতা বেঁধে ছিনতাই করে এমন একটি চক্রের সদস্যরা আকবরশাহ থানার সাহেবপাড়া এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই কিশোরসহ ছয়জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ফ্লাইওভারে সুতা বেঁধে মোটরসাইকেল আরোগীসহ পথচারীদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার তথ্য স্বীকার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর