১৫ সেপ্টেম্বর, ২০২০ ১৭:৩২

চট্টগ্রামে অবৈধ ঝুঁকিপূর্ণ সিএনজি স্টেশন উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে অবৈধ ঝুঁকিপূর্ণ সিএনজি স্টেশন উচ্ছেদ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট এলাকায় অবৈধভাবে ঝুঁকিপূর্ণভাবে স্থাপিত সিএনজি স্টেশন উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে সিএনজি স্টেশনটি উচ্ছেদ করা হয়। 

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সহকারী বিস্ফোরক পরিদর্শক মোহা. মেহেদী ইসলাম খান, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডেপুটি ম্যানেজার ইঞ্জিনিয়ার এমবি কবির আহমেদ ও হাটহাজারী মডেল থানার এএসআই জামরুল ইসলাম প্রমুখ।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘অবৈধভাবে ঝুঁকিপূর্ণভাবে স্থাপিত সিএনজি স্টেশন পরিচালনা করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায় কাভার্ডভ্যানে রাখা সিলিন্ডার থেকে সিএনজি চালিত গাড়িতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত দেখে তারা পালিয়ে যায়। অভিযানকালে দুই কাভার্ডভ্যান ভর্তি ২৮৮টি সিলিন্ডার জব্দ করা হয়।’

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর