শিরোনাম
২২ সেপ্টেম্বর, ২০২০ ২১:২৩

চট্টগ্রাম বন্দরে ৩০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম বন্দরে ৩০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চট্টগ্রাম বন্দরের জায়গা থেকে ৩০০ অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছেন। মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অথরাইজড অফিসার গৌতম বাড়ৈ এ অভিযানে নেতৃত্ব দেন। 

এ সময় বন্দরের সহকারী ভূমি ব্যবস্থাপক মুহাম্মদ শিহাব উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ ও আনসারের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ জানান, বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে নৌযান কর্তৃক প্রতিবন্ধকতা অপসারণ, বন্দরের নিজস্ব ভূমিতে অবৈধ অনুপ্রবেশ বন্ধসহ বন্দরের নিজস্ব জায়গা দখল, অবৈধ স্থাপনা, দোকানপাট গড়ে তোলার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এরই আলোকে বন্দরের উত্তর আবাসিক এলাকার ৩ একর জায়গায় উচ্ছেদ অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর