চট্টগ্রামে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই মাদক ব্যবসায়ীর নাম মো. সোহেল। অভিযানে মাদক পরিবহণের কাজে ব্যবহার করা একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।
শুক্রবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া থানা সদর এলাকায় এ অভিযান চালানো হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া সদরে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে একটি মাইক্রোবাস জব্দ করা হয়। পরে সেটিতে তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
অভিযানে মাদক চক্রের হোতা মো. সোহেলকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর