চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের ব্যক্তিগত গাড়িতে হামলার অভিযোগ উঠেছে।
আজ শনিবার বিকেল সাড়ে তিনটায় হালিশহর থানার রামপুর ওয়ার্ডের রূপসা বেকারীর সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলায় তিন জন আহত হওয়ার কথা দাবি করা হলেও কারোর নাম জানাতে পারেনি বিএনপি।
ডা. শাহাদাত হোসেনের ব্যক্তিগত সহকারী মারুফুল হক চৌধুরী বলেন, হালিশহর থেকে গণসংযোগ করে ফেরার পথে ছাত্রলীগ যুবলীগ বিএনপি প্রার্থীর গাড়িতে ভাঙচুর চালায়। হামলাকারীরা গাড়ির গ্লাস ও লাইট ভাঙচুর করে। এসময় বিএনপি’র তিনজন কর্মী আহত হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর