১৮ জানুয়ারি, ২০২১ ২০:৪৫

চসিক নির্বাচন : রেজাউলের পক্ষে প্রচারণায় আওয়ামী লীগ নেতা এসএম কামাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চসিক নির্বাচন : রেজাউলের পক্ষে প্রচারণায় আওয়ামী লীগ নেতা এসএম কামাল

চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করতে নেতা-কর্মীদের আহবান জানিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন চলমান রয়েছে। এই সরকারের নেতৃত্বে উন্নয়নমুখী নানা তৎপরতাকে প্রশ্নবিদ্ধ করতে বিরোধী দল নানা ধরণের প্রলাপ শুনাচ্ছেন। 

তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নের কাজ আরও গতিশীল ও শক্তিশালী করতে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রীর আস্থাকে আরও উজ্জ্বল করতে হবে। এতে সকলকে এক হয়ে দলের প্রার্থীকে জয়ী করে আরো সুন্দর প্রাকৃতিক চট্টগ্রাম নগরী করার প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। 

সোমবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে চট্টগ্রাম সিটি নির্বাচনী কমিটির একসভা নগরীর পতেঙ্গা স্টিল মিল বাজার সংলগ্ন মুনভিউ কমিউনিটি সেন্টারে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি নির্বাচনী প্রচারণার এক সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। কেন্দ্রীয় যুবলীগ যুগ্ম সাধারন সম্পাদক মো: বদিউল আলমের সভাপতিত্বে নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহারগর যুবলীগের যুগ্ম-আহবায়ক ফরিদ মাহমুদসহ দলের নেতা-কর্মীরা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন আরো বলেন, কৃষকদের সার নিয়ে যারা, নয়-ছয় করেছে, তাদেরকে সাধারণ মানুষ ক্ষমা করবেন না। সাধারণ মানুষের কাছে সরকারের বা আওয়ামী লীগের উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকা প্রতীকে ভোটের বিপ্লব ঘটাতে হবে। চট্টগ্রামে নানাভাবে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নেও ধারা অব্যাহত রাখতে চসিক নির্বাচনে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে নৌকা প্রতীকে জয়যুক্ত করতে হবে বলে জানান তিনি।

অন্যদিকে সোমবার ১৮ নং পশ্চিম বাকলিয়া, নগরী উত্তর ও দক্ষিন পাঠানটুলি, পতেঙ্গা এবং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম চৌধুরী। বিভিন্ন স্থানে গণসংযোকালে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এ টি এম পেয়ারুল ইসলাম, নগর যুবলীগের যুগ্ম-আহবায়ক ফরিদ মাহমুদ প্রমুখ। এর আগে হালিশহর, মুনির নগর ও গোসাইল ডাঙ্গায় গণসংযোগ করেন মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর