স্বামীর সাথে টং দোকান ভাড়া করতে গিয়ে গণ-ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে জামাল হোসেন, মো. মানিক এবং মনির হোসেন নামে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে বন্দর থানা পুলিশ।
বন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার অলক বিশ্বাস বলেন, ‘শুক্রবার রাতে গণ-ধর্ষণের শিকার ওই গৃহবধূ স্বামীকে নিয়ে বন্দর থানাধীন কাস্টম ব্রিজ এলাকায় একটি টং দোকান ভাড়া নেয়ার জন্য যান। এ সময় তিন যুবক স্বামীকে জিম্মি করে গৃহবধূকে গণ-ধর্ষণ করে।
ঘটনার পর ভুক্তভোগী ওই পরিবার জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ ফোন করে বিষয়টা পুলিশকে অবহিত করে। এরপর অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর