নৌকা প্রতীকে ভোট চেয়ে পথসভা করেছেন চট্টগ্রামের রাঙ্গুনীয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. শাহজাহান সিকদার। এ সময় মেয়র প্রার্থী মো. শাহজাহান সিকদার রাঙ্গুনীয়া পৌরসভা এলাকার দক্ষিণ ঘাটচেকে সরকারের করা বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন এবং নির্বাচিত হলে বাকি উন্নয়ন কাজ সম্পন্ন করারও প্রতিশ্রুতি দেন।
বৃহস্পতিবার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ ঘাটচেক এলাকায় নির্বাচনী গণসংযোগ শেষে এ সভা অনুষ্ঠিত হয়। এ পথসভায় জেলা, উপজেলার দলীয় নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
পথসভায় পৌরসভা নির্বাচনের ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ ঘাটচেক নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে আকতার হোসেন খানের পরিচালনায় দলীয় নেতারা বক্তব্য রাখেন। তাছাড়া আরো বেশ কয়েকটি এলাকায় নৌকার পক্ষে দলের নেতা-কর্মীরা প্রচার-প্রচারণা করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার