সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া বাদামতল এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি লেগুনা গাড়ির ১৩ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার বিকেল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, রুবেল হোসেন (২৮), রেজাউল (১৮), সজীব (২২), জাবেদ (২২), মহিউদ্দিন (২৬), জাহিদ (২২), রিপন (২২), আবির (১৭), বাবলু (২৩), আকাশ (২২), আসিফ (১৮), মেহেদি (২৬) ও মিনহাজ (২৬)।
স্থানীয়রা জানান, একটি লেগুনা গাড়িতে চড়ে একদল তরুণ খেলোয়াড় খেলতে যাচ্ছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাঁশবাড়িয়া এলাকায় গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় স্থানীয় লোকজন ও পথচারীরা উদ্ধার অভিযানে নেমে পড়লে কিছক্ষুণ পর ফায়ার সার্ভিসের ২টি গাড়ি এসে আহতদের হাসপাতালে নিয়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আতিকুর রহমান জানান, খবর পেয়ে একটি অ্যাম্বুল্যান্সসহ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম দ্রুত ঘটনাস্থলে আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার