চট্টগ্রামের পটিয়া বাইপাস সড়ক এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার ১০০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র্যাব। আটক ২ জন হলেন- কক্সবাজারের উখিয়া কুতুপালং এলাকার মো. নুরুল আলম (২৬) এবং উখিয়ার রাজাপালং এলাকার মো. কাইসার (২০)।
গতকাল সোমবার গভীর রাতে স্থানীয় হাম কনভেনশন সেন্টারের বিপরীত পাশের সড়ক থেকে তাদের আটক করা হয় বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।
তিনি বলেন, র্যাবের চেকপোস্টের সামনে একটি পিকআপ ভ্যান হঠাৎ থামিয়ে এর চালক ও সহকারী পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। আটক পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে একটি স্পেয়ার চাকার ভেতর সু-কৌশলে লুকানো অবস্থায় থাকা ৩০ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/আবু জাফর