চট্টগ্রামের বাঁশখালীতে আবুল বশর তালুকদার (৪৫) নামে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের পূর্ব চাপাছড়ি গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত আবুল বশর চাপাছড়ি গ্রামের আবদুস ছালাম তালুকদারের ছেলে এবং বাহারছড়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন বলে জানা গেছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির জানান, শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন অবস্থায় সাবেক ওই ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার একটি পা বিচ্ছিন্ন অবস্থায় ঘটনাস্থলের পাশেই পাওয়া গেলেও আরেকটি পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এই ঘটনার নেপথ্য কারণ ও জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/আবু জাফর