ছোটদের ঝগড়া থামাতে গিয়ে নিহত হয়েছেন আবদুল মবিন নামে এক ব্যক্তি। রবিবার রাতে নগরীর বাকলিয়া থানাধীন মিয়াখান নগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মবিন ওই এলাকার আবদুল মালেকের ছেলে।
বাকলিয়া থানার ওসি রুহুল আমিন বলেন, প্রতিপক্ষের হামলায় মবিনের মৃত্যু হয়েছে এমন দাবি করছে পরিবার। এরই মধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় নিহতের মেয়ের স্বামী জাহাঙ্গীর আলম থানায় অভিযোগ দায়ের করেছেন।
নিহতের মেয়ের জামাই জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, রবিবার বিকেলে প্রতিবেশী রিশাদ ও জুবায়েরের শিশু সন্তানদের সাথে ঝগড়া হয় জাহাঙ্গীরের ছেলের। এ নিয়ে রাতে দ্বিতীয় দফায় জাহাঙ্গীরের পরিবারের উপর হামলা চালায় রিশাদ ও জুবায়ের। মেয়ের পরিবারকে রক্ষা করতে এসে প্রতিপক্ষের হামলায় আহত হন মবিন। পরে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আল আমীন