চট্টগ্রামে সকাল সাড়ে ১০টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয় চট্টগ্রামে। আধাঘণ্টার টানা বর্ষণে নগরীর ষোলশহর, দুই নম্বর গেট, ওয়াসা, চকবাজারসহ নিচু এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা।
জলাবদ্ধতার কারণে শুধু সাধারণ মানুষজন নয়, চরম বেকায়দায় পড়তে হয়েছে যানবাহন চালকদের। বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাসে বিভিন্ন জায়গায় বড় বড় গাছ উপড়ে পড়েছে।
জলাবদ্ধতার কারণে মসজিদে ঈদের নামাজ পড়তে আসা সাধারণ মানুষজনকে চরম দুর্ভোগে পড়তে হয় বাড়ি ফিরতে। এছাড়া বিভিন্ন বাসা-বাড়ির নিচে পানি প্রবেশ করায় দুর্ভোগের সীমা ছিল না নগরবাসীর।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন