ঝগড়ার জের ধরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এক কিশোরী। বৃহস্পতিবার রাতে নগরীর বন্দর থানাধীন দক্ষিণ মধ্য হালিশহর এলাকায় এ ঘটনা ঘটে।
বন্দর থানা পুলিশ সুত্রে জানা যায়, হালিশহর এলাকার আরিফ নামে এক তরুণের সাথে কিশোরীর প্রেম ছিল। এটা নিয়ে কিশোরীর ভাই ও আরিফের সাথে ঝগড়া হয়। এ নিয়ে কিশোরীর পরিবার তাকে বকা দেয়। এতে অভিমান করে বৃহস্পতিবার রাতে সিলিং ফ্যানের সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার