চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক কমিশনার শহীদ লিয়াকত আলী খানের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের নেতৃত্বে সকালে পাঁচলাইশ ওয়ার্ডের চালিতাতলিস্থ উকিলের জামে মসজিদের কবরস্থানে মরহুমের কবরে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে মসজিদে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, বন পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মহব্বত আলী খান, সাইফুদ্দীন খালেদ বাহার, হাজী বেলাল আহমদ, থানা আওয়ামী লীগের খলিলুর রহমান, মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, ওয়ার্ড আওয়ামী লীগের শামসুল আলম, জামাল উদ্দিন, আবদুস সাকুর ফারুকী, মোহাম্মদ ইয়াকুব, জসিম উদ্দীন, মরহুমের সন্তান সাজ্জাদ আলী খান ইভান। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা শামসুল হুদা।
বিডি প্রতিদিন/এ মজুমদার