রেলওয়ের বৈদ্যুতিক তার চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রেলের বিদ্যুৎ বিভাগের তিন কর্মচারীকে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একটি টীম। গ্রেফতারকৃতরা হলো- মো. নুরুল আজিম মজুমদার (২৪), এরশাদ আলী (২৯) ও রাজিব সরকার (২৬)। দীর্ঘদিন ধরেই রেলের এক শ্রেণির কর্মচারী কৌশলে এসব অপরাধ ঘটিয়ে আসছিল।
আটককৃতদের বিরুদ্ধে বুধবার হাবিলদার বাবলা দাশ বাদী হয়ে মামলা দায়ের করার পর পাহাড়তলী কারখানা চৌকিতে হস্তান্তর করা হয় বলে জানান রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এসিস্ট্যান্ট কমান্ডেন্ট সত্যজিৎ দাশ।
তিনি বাংলাদেশ প্রতিদিন বলেন, রেলের সম্পদ তছরুপ প্রতিরোধে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সর্বাধিক তৎপর আছেন প্রতিনিয়ত। অপরাধী যেই হোক রেল সম্পদ তছরুপের সাথে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। তবে আসামিদের আদালতে সোর্পদ করা হয় বলেও জানান তিনি। একই কথা বললেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিআই রেজোয়ানুর রহমান রাসেলও।
রেলওয়ে সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতেই পাহাড়তলী রেলওয়ের ওভার ব্রিজ এলাকা থেকে রেলের বৈদ্যুতিক তারসহ একজন দুষ্কৃতিকারীকে আটক করে রেলের নিরাপত্তা বাহিনী। পরবর্তীতে আটককৃত ব্যক্তির তথ্যের ভিত্তিতে আরও দুইজন দুষ্কৃতিকারীকে রেলের চোরাই তারসহ পাহাড়তলী এলাকা থেকে আটক করে রেলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আটককৃত তিনজনই রেলের বিদ্যুৎ বিভাগের কর্মচারী।
বিডি প্রতিদিন/এ মজুমদার