চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমির জুয়ার আড্ডায় হানা দিয়েছে পুলিশ। অভিযানে ১৯ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় নগদ পৌনে সাত লাখ টাকা ও জুয়া খেলার নানান সরঞ্জাম। মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানা পুলিশ।
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বলেন, ফুটবল ট্রেনিং একাডেমির অফিসে দীর্ঘদিন ধরে জুয়া চলে আসছিল। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯ জুয়াড়িকে গ্রেফতার করা হয়।
তারা হলেন- মো. ইকবাল (৩৬), আকবর হোসেন (২৭), তৌহিদুল ইসলাম(৩৬), মো. আব্বাস (৪২), মো. করিম (৩০), মো. সোহাগ (২৯), মো. তৌহিদুল আলম (৪১), মো. হেলাল উদ্দিন (৬৩), মো. ফরিদ (৩৫), মো. মাহমুদুল হক (৩০), মো. সুমন (৩০), মো. মনছুর (৩০), মো. কাইয়ুম(৪০), মো. মুসলিম উদ্দীন(৩৮), মো. রানা (৪০), মো. বাবুল(৩৫), মো. জসীম উদ্দীন(৩৮), মো. রুবেল উদ্দীন(৩২), মো. এমরান উদ্দীন (৫০)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার