চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরের রিয়াজউদ্দিন বাজার ও মাদারবাড়ী এলাকার দুটি হোল্ডিংয়ের দীর্ঘ দিনের বকেয়া গৃহকর, ট্রেড লাইসেন্স ও ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা বাবদ সাড়ে ২২ লাখ আদায় করা হয়।
বুধবার চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের অভিযানে বকেয়া আদায় করেন।
এ সময় উপস্থিত ছিলেন চসিকের কর কর্মকর্তা মো. সারেক উল্লাহ, ইয়াসিন চৌধুরী, কর কর্মকর্তা (লাইসেন্স) মো. নাসির উদ্দিন, পেশকার ইয়াসিন চৌধুরী, আবু জাফর।
চসিক সূত্রে জানা যায়, নগরের রিয়াজউদ্দিন বাজার ও মাদারবাড়ী এলাকার দুটি হোল্ডিংয়ের দীর্ঘদিনের বকেয়া গৃহকর বাবদ ১৮ লাখ ৭৯ হাজার ১৯৮ টাকা, ২২টি ব্যবসা প্রতিষ্ঠানের বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ১ লাখ ২৭ হাজার ৬২০ টাকা আদায় করা হয়। তাছাড়া অভিযানকালে সদরঘাট রোডে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার