চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের হাছিনা আক্তার (৪২) নামে এক নারী হাজতির চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে চমেক হাসপাতালের ১২ নম্বর হৃদরোগ বিভাগে মারা যান তিনি। হাছিনা আক্তার চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ছারিয়া মাদ্রাসা কালা চেয়ারম্যান বাড়ির মো. নুরুর মেয়ে।
কারাগার সূত্রে জানা যায়, পাহাড়তলী থানার মামলার নম্বর- ৩৫(৪)২১, ২০১২ সনের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ১০/১১ ধারায় কারাগারে ছিলেন হাছিনা আক্তার। গত ৩০ এপ্রিল পরোয়ানা মূলে আদালত তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠান।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, হাছিনা আক্তার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে চমেক হাসপাতালে আনে কারাগার কর্তৃপক্ষ। শুক্রবার রাত ৮টার দিকে ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই