জমিতে কৃষি কাজ করার সময় ফটিকছড়ির কাঞ্চন নগর ইউনিয়নের মানিকপুর গ্রামে বজ্রপাতে ২ নারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ২ জন।
মৃতরা হলেন- ভানু রাণী দাস (৪০) ও লাকি রাণি দাস (৩০)। আহতরা হলেন- হন সোভা রানি দে (৪৫) ও মালতি দাস (৫০)। রবিবার (৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কাঞ্চন নগর মানিকপুর গ্রামের ডলু পাড়ায় এ ঘটনা ঘটে।
কাঞ্চন নগর ইউপি চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী কাতেব জানান, বজ্রপাতে যে দুই নারীর মৃত্যু হয়েছে তারা গরীব কৃষক। সকালে মাঠে কাজ করার সময় এ ঘটনা ঘটে। আহতদের অবস্থাও আশংকাজনক।
স্থানীয়রা জানান, কাঞ্চন নগর ইউনিয়নের ডলু পাড়া সংলগ্ন স্থানে সকালে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে চার নারী গুরুতর আহত হন। তারা সবাই কৃষিকাজে ব্যস্ত ছিলেন সেই সময়। আহতাবস্থায় তাদের স্থানীয় মোনায়েম চৌধুরী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক লাকি দাস ও ভানু দাসকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত