চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা কিশোরসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চল। অভিযানে তাদের কাছ থেকে ৬ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
শুক্রবার নগরীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো অঞ্চলের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম বলেন, শুক্রবার নগরীর বাকলিয়া থানাধীন নতুন ফিশারিঘাট ঘাট এলাকা থেকে দুই হাজার দুইশ পিস ইয়াবাসহ হাফিজুল্লাহ নামে এক রোহিঙ্গা কিশোরকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ২০০ পিস ইয়াবাসহ মো. আরমান নামে এক রোহিঙ্গা কিশোরকে গ্রেফতার করা হয়। খুলশী থানা এলাকায় অপর একটি অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ নুরুল মোস্তাফা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন